শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে আবেদীন হাসপাতালে সিটি স্ক্যান মেশিনের যাত্রা শুরু
শেরপুরে আবেদীন হাসপাতালে সিটি স্ক্যান মেশিনের যাত্রা শুরু

শেরপুরে আবেদীন হাসপাতালে সিটি স্ক্যান মেশিনের যাত্রা শুরু

জিএইচ হান্নান: শেরপুর জেলা শহরের নারায়ণপুর সদর হাসপাতাল সড়কের পার্শ্বে আবেদীন হাসপাতালে ৯ আগস্ট রোববার সন্ধ্যায় যাত্রা শুরু হয়েছে বিশ্বখ্যাত জার্মানী সিমেন্স ব্র্যান্ড নিউ সিটি স্ক্যান মেশিন এর। এ মেশিন সংযোজন করার ফলে শেরপুর জেলা সহ আশপাশের জেলার রোগীদের আর ঢাকা-ময়মনসিংহ যেতে হবে না এবং সেই সাথে মানুষের দুর্ভোগ লাঘব হবে।

শেরপুর জেলা শহরের বিশিষ্ট শিল্পপতি ও শিল্প উদ্যোক্তা আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন (করবাহাদুর পরিবার) এর প্রতিষ্ঠিত জেএন্ডএস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান অত্যাধুনিক আবেদীন হাসপাতাল গত ১৫ মে শুক্রবার বিকেলে শুভ উদ্বোধন করা হয়। এ হাসপাতালে রোগীদের পরীক্ষা-নিরীক্ষার জন্য ল্যাবসহ অন্যান্য মেশিন স্থাপন করা হলেও বর্তমান করোনা পরিস্থিতির কারণে সিটি স্ক্যান মেশিন স্থাপনে কিছুটা বিলম্বিত হয়।

পরে ৯ আগস্ট রোববার সন্ধ্যায় সিটি স্ক্যান মেশিনটি স্থাপন করা হয়েছে এবং এতে করে শেরপুর জেলা সহ আশপাশের জেলার রোগীদের পরীক্ষা-নিরীক্ষার সেবা দোরগোড়ায় পৌঁছে দেয়া হলো বলে এমনটাই জানালেন জেএন্ডএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তরুণ শিল্পপতি মোঃ সাদুজ্জামান সাদী।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 5 =