শেরপুরে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর শুক্রবার বিকেলে শেরপুর জেলা পরিষদ অডিটোরিয়াম ওই সভার আয়োজন করে জেলা জাতীয় নাগরিক কমিটি। ‘শেরপুর রাইজিং’ নামে ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব অলিক মৃ।
ওইসময় তিনি বলেন, এক ফ্যাসিস্ট চলে গেছে। আরেক দল ফ্যাসিস্ট আচরণ নিয়ে সামনে আসছে। এমন কাউকে আমরা ক্ষমতায় আনব না যারা আমাদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলবে। আমরা চাই, দেশে সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হোক। যারা ভারত নিয়ে মাতামাতি করবে, তার সঙ্গে আমাদের কোনো আপস নয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য মিয়াজ মেহরাব তালুকদার, জাতীয় নাগরিক কমিটির (রামপুর থানা প্রতিনিধি) আব্দুর রব, জাতীয় নাগরিক কমিটির সমর্থক দিদার শাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুরের আহ্বায়ক মামুনর রহমান, যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম, সংগঠক নাহিম আহমেদ নিলয়, মো. লিখন মিয়া, এ্যাডভোকেট সাব্বির হাসান, তৌহিদুর রহমান তৌহিদ, সোহানুর রহমান সোহান, আরাফাত রহমান প্রমুখ। এছাড়া ওইসময় উপস্থিত ছিলেন মোর্শেদ জিতু, শাহনুর রহমান সাইম, ফারদিন ফুয়াদ তুহিন ও শেরপুর জেলার ছাত্র সমাজ এবং সর্বস্তরের জনগণ।
সভায় বক্তারা নতুন বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করে বলেন, আগামীতে অন্য কোনো ফ্যাসিস্ট যেন রাষ্ট্রক্ষমতায় আসতে না পারে। এ জন্য ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
উল্লেখ্য, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে।