শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ৩০ নভেম্বর শনিবার সকালে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের বনপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের ওমর ফারুকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নালিতাবাড়ী ইউনিয়নের বনপাড়া গ্রামের বাসিন্দা ওমর ফারুকের পরিবারের লোকজন প্রতিদিনের মতো সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। এর ফাঁকে কোন এক সময় আড়াই বছর বয়সী শিশু আব্দুল্লাহ বাড়ির পাশে পুকুরে গিয়ে পানিতে পড়ে ডুবে মারা যায়।
এদিকে আনুমানিক সাড়ে দশটার দিকে শিশু আব্দুল্লাহর জেঠি রাশিদা বেগম পুকুর পাড়ে গেলে আব্দুল্লাহর লাশ পানিতে ভাসতে দেখেন। পরে তার চিৎকারে বাড়ির অন্যরা এসে পুকুর থেকে আব্দুল্লাহকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যান। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।