শেরপুর প্রতিদিন ডট কম

Home খেলাধুলা জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন তামিম-আশরাফুল
জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন তামিম-আশরাফুল

জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন তামিম-আশরাফুল

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ রোববার ১০ নভেম্বর থেকে শুরু হয়েছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। যেখানে ঘরোয়া লিগে খেলা ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দলের সাবেক ক্রিকেটাররাও খেলবেন বলে জানিয়েছে টুর্নামেন্টের আয়োজক কমিটি। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ছিলেন ক্রিকেটার তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুলও।
এছাড়া টুর্নামেন্টের উপদেষ্টা জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকও ছিলেন। সকালে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে বগুড়া পৌছান তামিম এবং আশরাফুল। এ সময় মাঠে দর্শকদের মধ্যে ছিল উন্মাদনা।
২০টি দল নিয়ে প্রথম পর্বের খেলা হবে দেশের ১০টি ভেন্যুতে। বগুড়া ছাড়াও ফরিদপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট এবং ঢাকাও (সিটি ক্লাব গ্রাউন্ড) আছে ভেন্যুর তালিকায়। ১০ নভেম্বর বগুড়ায় শুরু হয়ে টুর্নামেন্টের প্রথম পর্বের খেলা অন্যান্য ভেন্যুতে হবে ১৬ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর মধ্যে।
মূল পর্ব শুরু হবে ১৬ জানুয়ারি। প্রথম পর্ব শেষে মূল পর্বে উঠে আসা ১০ দলের সঙ্গে যোগ হবে ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ নামে আরও দুটি দল। টুর্নামেন্টের ফাইনাল হবে মিরপুর শের-ই বাংলার মাঠে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × one =