শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ সবুজ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি শ্রীবরদী সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে ৪.৩৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
শহীদ সবুজ গত ৪ আগস্ট শ্রীবরদী উপজেলার রুপার পাড়ার নিজ বাড়ি থেকে শেরপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে এসে ঘাতকের গুলিতে শহীদ হন। শহীদ সবুজ দরিদ্র পরিবারে জন্ম হওয়ায় ঢাকায় কাজ করা অবস্থায় জেএসসি ও এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়। পরে লঙ্গরপাড়ায় একটি ওষুধের দোকানে কাজ করে সংসারের খরচ ও নিজের লেখা পড়া চালাতেন।
আন্দোলনে তার মৃত্যুর পর পরিবারটি অসহায় হয়ে পড়েছে। এইচএসসি রেজাল্ট শুনে তার পরিবার, স্বজনদের শোকের ছায়া নেমে এসেছে।