শেরপুরের ঝিনাইগাতীতে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঢেউটিন, আর্থিক সহায়তার চেক ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ৩ জুলাই বুধবার দুপুরে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের নির্দেশনায় ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল তার নিজ কার্যালয়ে ঝিনাইগাতী সদর ইউনিয়নের দিঘীরপাড় পালপাড়া এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এসব সহায়তা তুলে দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহাদৎ হোসেনসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারকে ৬ বান্ডেল ঢেউটিন ও ৬ হাজার টাকা করে মোট ১৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়াও ৪টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২ জুলাই মঙ্গলবার টানা বর্ষণ ও মহারশী নদীর পাহাড়ি ঢলে ঝিনাইগাতী উপজেলা সদর বাজারসহ দিঘীরপাড় গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে বেশ কিছু বাড়ি-ঘরের ক্ষয়ক্ষতি হয়।
Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, আর্থিক সহায়তা ও খাবার বিতরণ