শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে ডপস এর আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
শেরপুরে ডপস এর আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

শেরপুরে ডপস এর আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন দরিদ্র ও অসহায় উন্নয়ন সংস্থা (ডপস) এর আয়োজনে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এর উত্তীর্ণদের মধ্যে শিক্ষা উপকরণ, পুরস্কার বিতরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোবার (২৮ এপ্রিল) সকালে শহরের ডপস কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজিব উল আহসান। এতে সভাপতিত্ব করেন ডপস প্রতিষ্ঠাতা মো. শাহিন মিয়া বিএসপি।
সংগঠনের পক্ষ থেকে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষার পর উত্তীর্ণ শিক্ষার্থীদের বাড়ি পরিদর্শন শেষে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের বাছাইয়ের মাধ্যমে ডপসের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
জেলার ৫ টি উপজেলা থেকে ১৫০ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এছাড়াও অনুষ্ঠানে একই পরিবারের দুই ভাই-বোন বুয়েট ও মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ায় তার মাকে গর্বিত মা সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়মিত পড়াশোনার পাশাপাশি নিজেদের জ্ঞান, ব্যক্তিত্ব ও নৈতিক গুণাবলীর বিকাশ সাধনের মাধ্যমে সুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। দেশ ও জাতির সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
এতে ডপস সদস্য উপকারভোগী শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 3 =