শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুর কারাগারে জাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
শেরপুর কারাগারে জাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

শেরপুর কারাগারে জাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : অসুস্থ হয়ে মো. মানিক মিয়া (৩০) নামে শেরপুর জেলা কারাগারের এক কয়েদির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। ২৩ সেপ্টেম্বর শনিবার সকালে শেরপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ হুমায়ুন কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তার কয়েদি নম্বর ৬২৫৯/এ। জেলা কারাগার সূত্রে জানা যায়, ২২ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫টায় কারা অভ্যন্তরে স্বাসকষ্টে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন কয়েদি মানিক। পরে বিকেল ৫টার দিকে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ৮টার সময় তার মৃত্যু হয়। জেল সুপার আরও জানান, সে নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল এর ২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) তৎসহ ২০১২ সনের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১)/৮(৭) এর মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। মামলা নাম্বার ১৩৭/২০১৮। তার বাবার নাম মৃত হায়দর আলী। সে শেরপুর সদর উপজেলার কামারের চর ইউনিয়নের ডুবারচর দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে শেরপুর জেলা সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. খাইরুল কবির সুমন বলেন, সে দীর্ঘ দিনের স্বাসকষ্টের রোগী ছিলেন। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। মৃত্যুর অন্য কোন কারন থাকলে ময়নাতদন্তের পর জানা যাবে। উল্লেখ্য, গত ১০ জুলাই ২০১৮ থেকে সে প্রথমে জেল হাজতে ও রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত আসামি হিসেবে মৃত্যু বরণ করেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − eight =