শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নবেম্বর মাসের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ নবেম্বর রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।
সভায় মাদক, চোরাচালান, শহরের যানজট নিরসন ও বাজার মনিটরিংসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়। সেইসাথে নকলায় উপজেলা কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে তাগিদ আরোপ করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মেহেদী হাসান, শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপ-সচিব) আরিফা সিদ্দিকা, শেরপুর সেনা ক্যাম্পের মেজর মো. তারেক, এনএসআইয়ের উপপরিচালক মো. ইফতেখারুল হক, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, ডিজিএফআইয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জেলা জামায়াতের আমীর হাফিজুর রহমান, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান প্রমুখ।
ওইসময় ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যগণ অংশ নেন।