রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে এক জেলের জালে ২৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির পাঙাশ মাছ ধরা পড়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রতন হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৬৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি করা হয়।
জানা গেছে, সকালে জেলে রতন হালদার তার সঙ্গীদের নিয়ে পদ্মা নদীতে জাল ফেলেন। কিছুক্ষণ পর জাল টেনে তুললে তারা দেখতে পান, জালে বিশাল একটি পাঙাশ মাছ আটকা পড়েছে। মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়ার মোহন মণ্ডলের আড়তে আনা হলে ওজন করা হয় দাঁড়ায় ২৫ কেজি।
এরপর উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা প্রতি কেজি ২ হাজার ৫০০ টাকা দরে মোট ৬২ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন। মাছটি দেখতে উৎসুক জনতা আড়তে ভিড় জমায়।
ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, তিনি মাছটি কিনে মোবাইল ফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজিতে মাত্র ৫০ টাকা লাভে মোট ৬৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি করেছেন।