শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুর পৌরসভার নয়া প্রশাসক হলেন আরিফা সিদ্দিকা
শেরপুর পৌরসভার নয়া প্রশাসক হলেন আরিফা সিদ্দিকা

শেরপুর পৌরসভার নয়া প্রশাসক হলেন আরিফা সিদ্দিকা

শেরপুর পৌরসভার নয়া প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন জেলার স্থানীয় সরকার বিভাগের নবাগত উপপরিচালক (উপসচিব) আরিফা সিদ্দিকা। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে শেরপুর পৌরসভার নয়া প্রশাসক হিসেবে যোগদান করেন তিনি। ওইসময় পৌর কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আরিফা সিদ্দিকা সদ্য বিদায়ী পৌর প্রশাসক শাকিল আহাম্মেদ স্থলাভিষিক্ত হলেন। এ নিয়ে গত ১৪ মাসে শেরপুর পৌরসভায় ৪ জন প্রশাসকের বদলি হলো।
জানা গেছে, আরিফা সিদ্দিকা মূলত শেরপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে থাকবেন। সেইসাথে সরকারি আদেশে অতিরিক্ত দায়িত্ব হিসেবে শেরপুর পৌরসভার প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করবেন।