শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শ্রীবরদী সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
শ্রীবরদী সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

শ্রীবরদী সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজের ২০২৫-২০২৬ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
স্বাগত বক্তব্য রাখেন শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ফরহাদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রোকনুজ্জামানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের আহবায়ক শোভন শাহরিয়ার রাফি, পৌর বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল ও সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কলেজের শিক্ষকমন্ডলীর সদস্য, নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।