শেরপুরে জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৪ জানুয়ারি মঙ্গলবার বিকেলে শহরের উত্তর গৌরীপুরস্থ সংগঠনের কার্যালয়ে আয়োজিত ওই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন।
জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. ছাদেক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে এনডিসি জিএমএ মুনীবসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এদিন শতাধিক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
