শেরপুরের শ্রীবরদীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ।
সভায় উপজেলার আইন শৃঙ্খলার বিভিন্ন বিষয় তুলে ধরে আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম মফিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবরিনা আফরিন, উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমাত জাহান, ভেলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল করিম, বনবিভাগের বালিজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, এসআই শাহজাহান, সাংবাদিক তাসলিম কবির বাবু প্রমুখ।
পরে উপজেলা চোরাচালান নিরোধ টাস্কফোর্স ও সমন্বয় কমিটি, উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি এবং উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
ওইসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।