শেরপুরের নকলায় হেফাজতে ইসলাম নকলা পৌরশাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) রাতে নকলা কাচারী মসজিদের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত এক সভায় হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।
হেফাজতে ইসলাম নকলা উপজেলা শাখার নব গঠিত কমিটির সিনিয়র নেতৃবৃন্দের সরাসরি তত্বাবধানে এবং পৌরসভা ও উপজেলার নেতা-কর্মীদের উপস্থিতিতে প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে মুফতী তোফায়েল আহমেদ কাসেমী-কে সভাপতি ও মুফতী ইসমাঈল-কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। পরে নব গঠিত কমিটির নেতৃবৃন্দের নাম পদবীসহ ঘোষণা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আনসারুল্লাহ।
নব গঠিত কমিটির অন্যান্য যাদের নাম ও পদবী ঘোষণা করা হয়েছে সেসব দায়িত্বশীল বা নেতৃবৃন্দরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মুফতী সাইফুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জুনাইদ আল-হাবিব, সাংগঠনিক সম্পাদক হাজী সাখাওয়াত হুসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক বৈষম্য বিরোধী শিক্ষার্থী অন্দোলনের হাফেজ ইমাম হাসান সাব্বির, অর্থ সম্পাদক হাফেজ জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক আল-আমিন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক জসিম উদ্দিন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক বৈষম্য বিরোধী শিক্ষার্থী অন্দোলনের এস.এম মাসুম, দাওয়াত বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক মুফতী এমদাদুল্লাহ এবং আইন বিষয়ক সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম। এই কমিটির কর্মকান্ডকে তরান্বিত করতে হাফেজ আনোয়ারুল ইসলাম-কে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনিত করা হয়েছে।
নতুন কমিটির দায়িত্বশীলদের নাম ঘোষণার পরে তাৎক্ষণিক উপজেলা কমিটির সভাপতি মুফতী আব্দুল জলিল কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা আনসারুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল হুদা নিজ নামে স্বাক্ষর করে নব-গঠিত নকলা পৌর কমিটির অনুমোদন প্রদান করেন।
এসময় হেফাজতে ইসলামের উপজেলা ও পৌর শাখার নেতা-কর্মীসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নকলায় হেফাজতে ইসলাম পৌর কমিটি গঠন: সভাপতি তোফায়েল, সা.সম্পাদক ইসমাঈল