নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এমন স্লোগানে শেরপুর সদর উপজেলায় উদ্বোধন করা হয়েছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’।
এ উপলক্ষে ৭ জানুয়ারি মঙ্গলবার সদর উপজেলা পরিষদ চত্বরে মশক নিধন, পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জলাবদ্ধতা নিরসন কর্মসূচি পালন করা হয়।
শেরপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে তারুণ্যের উৎসবের এসব কর্মসূচি উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ। ওইসময় ইউপি চেয়ারম্যান মনিরুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. চাঁন মিয়াসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।
শেরপুর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা এতে অংশগ্রহণ করেন।