শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে ছাত্র হত্যা মামলায় ছাত্রলীগ নেতা আশিকুর রহমান আশিক (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে কলেজশিক্ষার্থী সবুজ, মাহবুব ও সৌরভ হত্যা মামলাসহ ৬ মামলায় রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়। পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর মাহমুদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, সোমবার রাতে সদর উপজেলার বারঘরিয়া এলাকা থেকে আশিককে সদর থানার পুলিশের একদল অভিযানিক দল তাকে গ্রেফতার করে।
আশিক ছাত্রলীগের জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলার বারঘরিয়া গ্রামের জয়নাল আবেদীন তোতার ছেলে। আওয়ামী লীগের সাবেক হুইপ আতিউর রহমান আতিকের ভাতিজা।
আদালত সূত্র জানায়, কলেজশিক্ষার্থী সবুজ মিয়া, মাহবুব আলম ও শারদুল আশীষ সৌরভ হত্যাসহ ৬ মামলায় আশিকে গ্রেফতার করা হয়। সোমবার রাতে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের বারঘরিয়া এলাকা থেকে আশিককে সদর থানার এসআই মানিক চন্দ্র দে’র নেতৃত্বে একদল পুলিশ গ্রেফতার করে।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামির মামলার নথিগুলো তলবমতে দায়রা আদালতে থাকায় নথিপ্রাপ্তি সাপেক্ষে রিমান্ড শুনানীর তারিখ ধার্য করা হবে।