শেরপুর প্রতিদিন ডট কম

Home আন্তর্জাতিক শেরপুরে গাড়ি চাপায় ছাত্র হত্যা: আলোচিত সেই চালক গ্রেফতার
শেরপুরে গাড়ি চাপায় ছাত্র হত্যা: আলোচিত সেই চালক গ্রেফতার

শেরপুরে গাড়ি চাপায় ছাত্র হত্যা: আলোচিত সেই চালক গ্রেফতার

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গাড়িচাপায় শিক্ষার্থী হত্যা মামলায় প্রশাসনের গাড়িচালক হারুনুর রশিদ (৫১) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে গাড়িচালক হারুনকে কলেজ শিক্ষার্থী সবুজ, মাহবুব ও সৌরভ হত্যার ৩ মামলায় রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়।
পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর মাহমুদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোমবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।
সে ময়মনসিংহ সদরের কেওয়াটখালি বাইপাস রোডের জয়নাল আবেদীনের ছেলে। এবং শেরপুর ডিসি অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বহনকারী সাবেক গাড়িচালক।
আদালত সূত্র জানায়, ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে গাড়িচাপায় কলেজশিক্ষার্থী সবুজ মিয়া, মাহবুব আলম ও শারদুল আশীষ সৌরভকে হত্যার ৩ মামলায় পেশায় মেকানিক সেই গাড়িচালক হারুনুর রশিদকে সদর থানার এসআই আনসার আলীর নেতৃত্বে একদল পুলিশ ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিস অঙ্গন থেকে গ্রেফতার করে। হারুন ঘটনার পর বদলি হয়ে ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিসে কর্মরত ছিলেন।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামির মামলার নথিগুলো তলবমতে দায়রা আদালতে থাকায় নথিপ্রাপ্তি সাপেক্ষে রিমান্ড শুনানীর তারিখ ধার্য করা হবে।
শহীদ শিক্ষার্থীদের স্বজন ও সহপাঠীরা আসামি হারুনের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। একইসাথে সেদিন সেই গাড়িতে কে কে ছিলেন তাদেরকেও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 2 =