শেরপুর প্রতিদিন ডট কম

Home আন্তর্জাতিক নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চেয়ে টিউলিপ সিদ্দিকের চিঠি
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চেয়ে টিউলিপ সিদ্দিকের চিঠি

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চেয়ে টিউলিপ সিদ্দিকের চিঠি

যুক্তরাজ্যের মন্ত্রী টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চেয়ে একটি চিঠি দিয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের নিয়োগ করা একজন উপদেষ্টাকে এই চিঠি দেওয়া হয়েছে।
যুক্তরাজ্যের জনগণকে সেবা দেওয়ার সুযোগ পাওয়া মন্ত্রীদের জীবনযাপন, চলাফেরা কেমন হওয়া উচিত সে সম্পর্কে বিধিমালা ঠিক করেন ওই উপদেষ্টা। বর্তমানে এই দায়িত্ব পালন করছেন লরি ম্যাগনাস। ২০২২ সালের ২২ ডিসেম্বর তাকে ‘ইন্ডিপেনডেন্ট অ্যাডভাইজার অন মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডস’ হিসেবে নিয়োগ দেন প্রধানমন্ত্রী স্টারমার। সরকারি নিয়ন্ত্রণের বাইরে থেকে তার স্বাধীনভাবে কাজ করার কথা।
মঙ্গলবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ডয়েচে ভেলে বাংলা।
চিঠিতে টিউলিপ লিখেছেন, গত কয়েক সপ্তাহে আমি গণমাধ্যমের বিষয়বস্তু হয়েছি, যার অনেক কিছুই সঠিক নয়। যেখানে আমার আর্থিক ও আমার পরিবারের বাংলাদেশের সাবেক সরকারের সঙ্গে সম্পর্ক উঠে এসেছে। আমি একদম স্পষ্ট যে আমি কিছু ভুল করিনি। যাইহোক, সন্দেহ এড়ানোর জন্য আমি চাই আপনি স্বাধীনভাবে এগুলো নিয়ে সত্য প্রতিষ্ঠা করবেন।
চিঠি দেওয়ার মাধ্যমে টিউলিপ সিদ্দিক ‘সম্পূর্ণ সঠিক কাজ করেছেন’ বলে সোমবার মন্তব্য করেন প্রধানমন্ত্রী স্টারমার।
যুক্তরাজ্যের সিটি মিনিস্টার হিসেবে টিউলিপ সিদ্দিকের কাজ আর্থিক বাজারের দুর্নীতি রোধ করা।
সম্প্রতি দেশটির সানডে টাইমস ও ফিন্যান্সিয়াল টাইমস পত্রিকায় অভিযোগ করা হয়, তিনি তার খালা শেখ হাসিনার দল আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠদের কাছ থেকে পাওয়া ফ্ল্যাট ব্যবহার করেছেন। ফ্ল্যাটগুলোর অবস্থান লন্ডনে।
এছাড়া গতমাসে বাংলাদেশে ওঠা এক অভিযোগে বলা হয়, টিউলিপ সিদ্দিক ২০১৩ সালে বাংলাদেশে বেশি অর্থ ব্যয়ে একটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন।
ম্যাগনাসকে লেখা চিঠিতে টিউলিপ সিদ্দিক নিজেকে পুরোপুরি নির্দোষ দাবি করেছেন। তিনি লিখেছেন, ‘সন্দেহ এড়ানোর জন্য, আমি চাই আপনি স্বাধীনভাবে এই সম্পর্কে তথ্য প্রতিষ্ঠা করুন।’
এই সপ্তাহের শেষদিকে যুক্তরাজ্যের সরকারের প্রতিনিধি দলের সদস্য হয়ে তার চীন সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু এখন তিনি যুক্তরাজ্যে অবস্থান করবেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 2 =