শেরপুর প্রতিদিন ডট কম

Home আন্তর্জাতিক হেফাজতে ইসলাম নকলা উপজেলা শাখার কমিটি গঠন
হেফাজতে ইসলাম নকলা উপজেলা শাখার কমিটি গঠন

হেফাজতে ইসলাম নকলা উপজেলা শাখার কমিটি গঠন

হেফাজতে ইসলাম শেরপুরের নকলা উপজেলা শাখার ৬ সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ৫ জানুয়ারি রবিবার সন্ধ্যায় লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি মোতাবেক জানা গেছে, রোববার বিকেলের দিকে নকলা কাচারী মসজিদের দ্বিতীয় তলায় হেফাজতে ইসলাম শেরপুর জেলা শাখার সরাসরি তত্বাবধানে ও জেলা-উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে মুফতী আব্দুল জলিল কাসেমীকে সভাপতি ও মাওলানা আনসারুল্যাহকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
ঘোষিত আংশিক কমিটির অন্যান্য দায়িত্বশীল বা নেতৃবৃন্দরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল, সহ-সম্পাদক মাওলানা তারিক জামিল, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল হুদা ও সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা এমদাদুল হক মিলন। কমিটির কর্মকান্ডকে তরান্বিত করতে মাওলানা লূৎফর রহমানকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনিত করা হয়।
নতুন কমিটির দায়িত্বশীল ছয় জনের নাম ঘোষনার পরে তাৎক্ষণিক কমিটি গঠন সংক্রান্ত রেজুলেশন করা হয় এবং জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নিজ নামে স্বাক্ষর করে নব-গঠিত কমিটির অনুমোদন প্রদান করেন।
নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন, দেশে কোরআন হাদিসের আলোকে ইসলামি শাসন ব্যবস্থা কায়েম করতে ইসলামি শরিয়াহ মোতাবেক নিজেকে পরিচালনা করা এবং শান্তির ধর্ম ইসলামের সব বিধি-বিধান মেনে চলতে সবাইকে আহবান জানান। এছাড়া তাদের উপর অর্পিত দায়িত্ব যেন সুষ্ঠুভাবে পালন করতে পারেন এরজন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন তারা।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − 5 =