শেরপুর প্রতিদিন ডট কম

Home আন্তর্জাতিক শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের সংবাদ সম্মেলন
শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের সংবাদ সম্মেলন

শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের সংবাদ সম্মেলন

শেরপুরে সম্প্রীতি রক্ষায় ও সংখ্যালঘুদের নিয়ে অপপ্রচার বন্ধে সংবাদ সম্মেলন করেছে সনাতন ধর্মাবলম্বীরা। তারা বলেছেন, ভারতসহ দেশের কিছু রাজনৈতিক দল হিন্দুদের নিয়ে মিথ্যাচারে লিপ্ত। ৫ জানুয়ারি রবিবার লছমনপুর ইউনিয়নের গৌরাঙ্গবাড়ি নবীন পূজা সংঘে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গৌরাঙ্গবাড়ি নবীন পূজা সংঘের সাধারণ সম্পাদক শিপলু চন্দ। তিনি বলেন, ভারতসহ বাংলাদেশে কিছু রাজনৈতিক দল আমাদের শেরপুরের সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলো নিয়ে নানা মিথ্যাচারে লিপ্ত রয়েছে। পক্ষান্তরে ৫ আগস্টের পর থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা আমাদের পাহারা দিয়েছেন এবং মন্দিরগুলোতে তারা রাত জেগে বসেছিলেন। শেরপুরে কোনো মন্দিরে হামলা চাঁদাবাজির মতো ঘটনা ঘটেনি। আমরা ইতোমধ্যে বিভিন্ন পূজা উৎসবসহ বিভিন্ন বিয়ে-পার্বণে আমাদের সামাজিক কাজগুলো করে যাচ্ছি। এতে আমাদের প্রতিবেশী মুসলিমরা আমাদের ভাই হিসেবে সাহায্য করে যাচ্ছেন।
তিনি বলেন, আমাদের জানামতে শেরপুর জেলায় কোনো মন্দির বা কোনো সংখ্যালঘুর পরিবারের ওপর হামলা মামলা বা অন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভারতের কিছু মিডিয়াসহ আমাদের দেশের কিছু রাজনৈতিক দল শেরপুর এবং বাংলাদেশ নিয়ে যে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছেন তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। প্রকৃত সত্য হচ্ছে আমরা জেলা বিএনপি এবং স্থানীয় প্রশাসন সবসময় আমাদের খোঁজখবর রাখছেন। সব মিলিয়ে আমরা ভালো আছি।
এ সময় লছমনপুর ইউনিয়নের অর্ধশত সনাতন ধর্মাবলম্বী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − 7 =