শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারি সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষ মেঘমালায় ওই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওইসময় প্রেসক্লাবের উপদেষ্টা এম এ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার, সভাপতি আবদুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, অর্থ সম্পাদক এম সুরুজ্জামান কল্যান তহবিল সম্পাদক রকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক এম. উজ্জ্বল, ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল আহসান, কার্যকরী সদস্য আল হেলাল, সদস্য অভিজিৎ সাহা, মেহেদী হাসান সাকিব, দৌলত হোসাইন, মেহেদী হাসান সাকিব, আজিনুর রহমান, পুলক রায়, মনজুরুল হক, সারোয়ার হোসাইন, ওসমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখতে সাংবাদিকদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা কামনা এবং সর্বক্ষেত্রে উপজেলা প্রশাসনের সুদৃষ্টি থাকবে বলে জানান নবাগত ইউএনও।