শেরপুর প্রতিদিন ডট কম

Home আন্তর্জাতিক নকলায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও শোভাযাত্রা
নকলায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও শোভাযাত্রা

নকলায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও শোভাযাত্রা

শেরপুরের নকলায় পরপর কয়েকটি সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, শোভাযাত্রা ও সড়ক অবরোধ অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারি সোমবার দুপুরে নকলা উপজেলা ছাত্র সমাজের আয়োজনে পৌর শহরের বিভিন্ন পয়েন্টে ওই মানববন্ধন, শোভাযাত্রা ও সড়ক অবরোধ অনুষ্ঠিত হয়।
এসময় তাদের হাতে ‘নিরাপদ সড়ক চাই’ ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়। পরে শিক্ষার্থীরা নকলা থানার সামনে থেকে শোভাযাত্রা নিয়ে উপজেলা পরিষদের প্রধান ফটকের নকলা-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে গিয়ে অবস্থান নেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র শিক্ষার্থীদের সাথে কথা বলে এবং নকলার গুরুত্বপূর্ণ পয়েন্টে জেব্রা ক্রসিং, স্প্রিড ব্রেকার নির্মাণসহ ট্রাফিক ব্যবস্থা আরো জোরদার করার আশ্বাস দেন। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে এসব করার প্রতিশ্রুতিও দেন। পরে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এসএম মাসুম, রাইয়্যান আল মাহদি অনন্ত, শিক্ষার্থী লিমন আহমেদ, মুকিত, সুমাইয়্যা, স্বপ্না, মোঃ মেহেদি হাসান, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + 20 =