শেরপুর প্রতিদিন ডট কম

Home আন্তর্জাতিক ঝিনাইগাতীতে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার
ঝিনাইগাতীতে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

ঝিনাইগাতীতে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

মুহাম্মদ আবু হেলাল : শেরপুরের ঝিনাইগাতীর সিয়াম বাস কাউন্টারের সন্মুখ থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৩শত বোতল ফেন্সিডিলসহ আনোয়ার হোসেন নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬জানুয়ারি) ভোর রাতে এই অভিযান পরিচালনা করে পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারী উপজেলার রামেরকুড়া গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে।
থানার সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে চারটার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এর নির্দেশে এসআই শফিকুল ইসলাম এবং এএসআই শামছুল হক সহ সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে সিয়াম বাস কাউন্টারের সন্মুখ থেকে আনোয়ার হোসেনকে আমদানী নিষিদ্ধ ভারতীয় তিনশত বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়। উদ্ধারকৃত মদের বর্তমান বাজার মুল্য প্রায় তিন লক্ষ টাকা।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদককারবারি
আনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। সেই সাথে মাদক নির্মুলে পুলিশের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × five =