শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে কেন্দ্র থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপির নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না বলে জানানো হয়েছে। ২ জানুয়ারি বৃহস্পতিবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক (রুবেল) আংশিক আহ্বায়ক কমিটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে কমিটি স্থগিতের খবরে গভীর রাতে মিষ্টি বিতরণসহ আনন্দমিছিল করেছেন একাংশের নেতা-কর্মীরা।
এর আগে গত বছরের ৪ নভেম্বর রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তিন সদস্যবিশিষ্ট জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত ওই কমিটিতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হযরত আলীকে আহ্বায়ক, সাবেক সহসভাপতি মো. সিরাজুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং আবদুল আওয়াল চৌধুরীকে সদস্যসচিব করা হয়। তখন জেলা বিএনপির সাবেক সভাপতি মাহমুদুল হক আংশিক আহ্বায়ক কমিটিতে না থাকায় বিএনপির একাংশের নেতা-কর্মীরা বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন।
এদিকে কেন্দ্রীয় সিদ্ধান্তে আংশিক আহ্বায়ক কমিটি স্থগিত হওয়ার খবরে মাহমুদুল হকের অনুসারী নেতা-কর্মীরা আনন্দ-উল্লাস শুরু করেন। গভীর রাতে মাহমুদুল হকের অনুসারী নেতা-কর্মীরা শহরে মিষ্টি বিতরণের পাশাপাশি আনন্দমিছিল করেন। পরে তাঁরা মাহমুদুল হকের গৃদানারায়ণপুর এলাকার বাসভবনের সামনে জড়ো হন।
তখন নেতা-কর্মীদের উদ্দেশে মাহমুদুল হক বলেন, ‘আমরা বিগত দুই মাস কমিটি নিয়ে কোনো সমালোচনা না করে যেভাবে শান্তিপ্রিয়ভাবে অবস্থান করছিলাম, ঠিক সেভাবেই আমরা থাকব। যেহেতু কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আহ্বায়ক কমিটি বিলুপ্তির সঙ্গে সঙ্গে কোনো দলীয় কার্যক্রম করা যাবে না। তাই পরবর্তী দলীয় সিদ্ধান্তের পর আমরা আমাদের পরবর্তী কর্মসূচি গ্রহণ করব।’