শেরপুর প্রতিদিন ডট কম

Home আন্তর্জাতিক শেরপুরে মিলছে ১০ টাকায় কম্বল!
শেরপুরে মিলছে ১০ টাকায় কম্বল!

শেরপুরে মিলছে ১০ টাকায় কম্বল!

‘সব দায়িত্ব রাষ্ট্রের নয়, কিছু দায়িত্ব আমার, কিছু আপনার’ এ স্লোগানে শেরপুরে ১০টাকায় বিক্রি হচ্ছে শীতের কম্বল। শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে শেরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে শুরু হয়েছে এই কম্বল বিক্রি।
‘আজকের তারুণ্য’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই ‘কম্বলের বাজার’ এর আয়োজন করেন। এদিন, নামমাত্র ১০ টাকার বিনিময়ে সদরের ১৪ টি ইউনিয়নের ৫ শতাধিক প্রতিবন্ধী, ভিক্ষুক ও অসহায় নারী-পুরুষ কিনেছেন শীতের কম্বল।
আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের সহ-সভাপতি জাহিদুল খান সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ্ কামাল উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি রুবেল, উত্তরা হাসপাতালের পরিচালক মঞ্জুরুল হক, মার্কেটিং অফিসার আল-আমিন, সাংবাদিক মো. তরিকুল ইসলাম, শাকিল মুরাদ ও নাঈম ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শুরুতে আজকের তারুণ্য সংগঠনের প্রতিষ্ঠাতা-সভাপতি মো. রবিউল ইসলাম রতন বক্তব্যে বলেন, ‘আমরা প্রতি বছর অসহায়, গরিব, প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করেছি। এছাড়াও আমাদের সংগঠন বেওয়ারিশ লাশ দাফন, হারানো ব্যক্তিদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া, রক্তদান, তীব্র গরমে বিনামূল্যে হাত পাখা বিতরণসহ অন্যান্য সামাজিক কাজ করেছি।’
তিনি আরও বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র দিয়েছি। এ কার্যক্রম চালাতে শেরপুরের অনেকেই আমাদের আর্থিক সহযোগিতা করেছেন। আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও শীতবস্ত্র কম্বল বিতরণের এই ধারা অব্যাহত থাকবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 5 =