শেরপুর প্রতিদিন ডট কম

Home 1Win Brasil ইসির ৬২ কর্মকর্তাকে বদলি-পদায়ন
ইসির ৬২ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ইসির ৬২ কর্মকর্তাকে বদলি-পদায়ন

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়সহ মাঠপর্যায়ের ৬২ কর্মকর্তাকে বিভিন্ন পদে পদায়ন ও বদলি করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত আটটি আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলি ও পদায়ন কার্যকর করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল হালিম খানকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) পদে বদলি করা হয়েছে। ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলামকে ইসি সচিবালয়ের উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীকে ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।
ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-১) মো. আতিয়ার হোসেনকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে ইসি সচিবালয়ের উপসচিব (সাধারণ) হিসেবে বদলি করা হয়েছে। বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনকে ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া, রাঙ্গামাটি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমকে সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্ব), রাজশাহী সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামানিককে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (চলতি), যশোর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানকে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্ব) করা হয়েছে।
ইসি সচিবালয়ের উপসচিব রাশেদুল ইসলামকে উপসচিব (নির্বাচন পরিচালনা-১) হিসেবে, ইসি সচিবালয়ের উপসচিব মুহাম্মদ মোশাররফ হোসেনকে নেত্রকোনা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।
বদলি ও পদায়নগুলো শুধুমাত্র আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের মধ্যে সীমাবদ্ধ নয়। বিভিন্ন জেলা, উপজেলা, এবং থানা পর্যায়ের কর্মকর্তাদেরও বদলি করা হয়েছে। যেমন, ঢাকার অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামানকে ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব, গোপালগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফয়জুল মোল্লাকে ঢাকার অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, চাঁদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, নাটোরসহ আরও অনেক জেলার কর্মকর্তাদের বদলি ও পদায়ন করা হয়েছে। এছাড়া, বিভিন্ন উপজেলা নির্বাচন কর্মকর্তাদেরও তাদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + fourteen =