শেরপুরে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে ৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। ১ জানুয়ারি বুধবার শহরের নয়াআনী বাজারস্থ জেলা চেম্বার অব কমার্সের কার্যালয়ে ওই কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ আরিফ হোসেন।
কম্বল বিতরণকালে অন্যান্যদের মধ্যে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মহিউদ্দিন আহমেদ মামুন, তৌহিদুর রহমান পাপ্পু, শেখ শোভন, ওয়ালিদ বিন লোটাস ফেরদৌস, ইকরাম শের নিয়াবাদ, আরিফুল কবীর আপেল, সহকারি সচিব অন্ময় বনিকসহ উপকারভোগী শীতার্ত মানুষ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।