শেরপুর প্রতিদিন ডট কম

Home আন্তর্জাতিক ঝিনাইগাতীতে সমাজকল্যাণ সংস্থার কম্বল পেলেন ১৪৫ মুক্তিযোদ্ধা
ঝিনাইগাতীতে সমাজকল্যাণ সংস্থার কম্বল পেলেন ১৪৫ মুক্তিযোদ্ধা

ঝিনাইগাতীতে সমাজকল্যাণ সংস্থার কম্বল পেলেন ১৪৫ মুক্তিযোদ্ধা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন মুক্তি সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১ জানুয়ারি বুধবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ওই কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল।
ওইসময় বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে তাদের হাতে হাতে কম্বল পৌঁছে দেন এবং তাদের যাবতীয় বিষয়ে খোঁজখবর নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল।
কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী, সাবেক উপজেলা কমান্ডার মো. সুরুজ্জামান আকন্দ, মুক্তি সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান মো. হুমায়ুন খান, সাংবাদিক মোরাদ হোসেন চাঁদ ও আনিস আহম্মেদ প্রমুখ।
অনুষ্ঠানে ১৪৫ জন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে উন্নতমানের একটি করে কম্বল বিতরণ করা হয়। মুক্তি সমাজকল্যাণ সংস্থার ওই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার সুরুজ্জামান আকন্দসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা।
উল্লেখ্য, মুক্তি সমাজকল্যাণ সংস্থাটি ১৯৯৪ সাল থেকে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে বিভিন্ন সময় অসহায় হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়ে সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 2 =