শেরপুর প্রতিদিন ডট কম

Home 1Win Brasil ৪৩তম বিসিএসের নতুন প্রজ্ঞাপন, বাদ পড়েছেন ১৬৮ জন
৪৩তম বিসিএসের নতুন প্রজ্ঞাপন, বাদ পড়েছেন ১৬৮ জন

৪৩তম বিসিএসের নতুন প্রজ্ঞাপন, বাদ পড়েছেন ১৬৮ জন

৪৩তম বিসিএসে নিয়োগ দিয়ে নতুন করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন এ প্রজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮৯৬ জন‌ নিয়োগ পেয়েছেন। আর বাদ পড়েছেন ১৬৮ জন প্রার্থী। সোমবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের প্রায় ১০ মাস পর গত ১৫ অক্টোবর এ বিসিএসে ২ হাজার ৬৪ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রশাসন ক্যাডারে ২৬৭ (আগে নিয়োগ পেয়েছিল ২৯৩) জন, পুলিশ ক্যাডারে ৮৮ জন (আগে নিয়োগ পেয়েছিল ৯৬), পররাষ্ট্র ক্যাডারে ২২ (আগে নিয়োগ পেয়েছিল ২৫) জনসহ বিভিন্ন ক্যাডারে এই কর্মকর্তারা নিয়োগ পেয়েছেন।
নিয়োগপ্রাপ্তদের আগামী ১৫ জানুয়ারির মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে পরবর্তী কোনো নির্দেশ না পেলে ওই তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করবেন। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
আদেশে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বা সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। এ প্রশিক্ষণ শেষে চাকরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ নিতে হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × four =