শেরপুর জেলা বিএনপির আহবায়ক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ হযরত আলীর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এডিটিং করা অপপ্রচারের প্রতিবাদে পথসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর রবিবার দুপুরে জেলা শহরের ৩ নং ওয়ার্ডের ছাত্র জনতা ও বিএনপি সমর্থকদের আয়োজনে ঢাকলহাটি পুরাতন জামে মসজিদের সামনে ওই পথসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন স্থানীয় মুক্তিযোদ্ধা আমিনুল ইসলামের কন্যা জান্নাতুল ফেরদৌস, ভাষা সৈনিক হবিবুর রহমানের পুত্র সোহানুর রহমান লিখন, কামরুল ইসলাম, বাদশা মিয়া, সোহেল, রফিক প্রমুখ। ওইসময় বক্তারা বলেন, জেলা বিএনপির আহ্বায়ক ও সমাজসেবক মোঃ হযরত আলী সম্প্রতি শেরপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের একটি বিরোধপূর্ণ জমির গাছ কাটায় বাঁধা দেওয়ায় বিক্ষুব্ধ হয় গাছ কাটার পক্ষের লোকজন। এরই জের ধরে সম্প্রতি ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও এডিটিং করা বিভিন্ন ভিডিও ও অডিও পোস্ট করে যাচ্ছে। তারা ওই অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য দাবি জানান।