শেরপুর প্রতিদিন ডট কম

Home আন্তর্জাতিক নকলায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বক্তার মৃত্যু
নকলায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বক্তার মৃত্যু

নকলায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বক্তার মৃত্যু

শেরপুরের নকলায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ঠ হয়ে ওয়াজ মাহফিলের যাওয়ার পথে মাওলানা উসমান গণি আজাদী (৪০) নামের এক ইসলামী বক্তার মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) রাত সোয়া ৭টার দিকে উপজেলার কুর্শাবাদাগৈড় মোড়ে ঢাকা-শেরপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উসমান গণি আজাদী নকলা পৌরসভার গ্রীনরোডের দড়িপাড়া এলাকার মৃত আমজাদ আলীর ছেলে এবং ২ ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। তিনি পৌরসভাধীন বাদাগৈড় তাকওয়া জামে মসজিদের ইমাম ও খতিব এবং পারফেক্ট পাবলিক স্কুলের ধর্মীয় শিক্ষক ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মাওলানা উসমান গণি মোটরসাইকেল যোগে ফুলপুরের মিচকিপাড়া এলাকায় এক ধর্মীয় সভায় ওয়াজ করার উদ্দেশ্যে বাড়ি (নকলা) থেকে যাওয়ার পথে শেরপুর থেকে ছেড়ে যাওয়া কক্সবাজার মুখী যাত্রীবাহী বাসের (শামীম এন্টারপ্রাইজের স্লিপ) চাকায় পিষ্ঠ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয়দের সহযোগিতা পুলিশ মাওলানা উসমান গণি আজাদীর মরদেহ বাসের নিচ থেকে উদ্ধার করে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি পুলিশের হেফাজতে নেওয়া সম্ভব হলেও, চালক কৌশলে পালিয়ে গেছে। এ বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 6 =