শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুরে কবিসংঘ বাংলাদেশের সাহিত্যালাপ অনুষ্ঠিত
শেরপুরে কবিসংঘ বাংলাদেশের সাহিত্যালাপ অনুষ্ঠিত

শেরপুরে কবিসংঘ বাংলাদেশের সাহিত্যালাপ অনুষ্ঠিত

শেরপুরে কবিসংঘ বাংলাদেশের চতুর্থ মাসিক সাহিত্যালাপ অনুষ্ঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর শুক্রবার বিকেলে শহরের বটতলা কালিরবাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত ওই সাহিত্যালাপে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কবি রফিকুল ইসলাম আধার।
অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. আব্দুল আলীম তালুকদার। পঠিত কবিতার উপর আলোচনায় অংশ নেন কবি-গবেষক জ্যোতি পোদ্দার, কবি হাদিউল ইসলাম ও কবি-ছড়াকার মোস্তাফিজুল হক।
কবি আইয়ুব আকন্দ বিদ্যুতের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে কবিতা পাঠে অংশ নেন সংগঠনের উপদেষ্টা ছড়াকার নূরুল ইসলাম মনি, সিনিয়র সহ-সভাপতি কবি আরিফ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক কবি হাফিজুর রহমান লাভলু, কবি আইরিন আহমেদ লিজা, কবি মোহাম্মদ জুবায়ের রহমান, কবি শহিদুল ইসলাম, কবি-ছড়াকার আশরাফ আলী চারু, কবি মহিউদ্দিন বিন জোবায়েদ, কবি কালাম বিন আব্দুর রশিদ, কবি আজাদ সরকার, কবি মাছুদুল আলম সরকার, কবি মো. হানজালা, কবি নূরুল ইসলাম নাযীফ, কবি হামিদা ইয়াসমিন, কবি শেখ ফয়জুর রহমান প্রমুখ। আবৃত্তিতে অংশ নেন কবি কমল চক্রবর্তী ও কবি সিনথিয়া শারমিন।
অনুষ্ঠানে সদ্য প্রয়াত কবি হেলাল হাফিজ স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এছাড়া আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সংগঠনের ত্রিবার্ষিক সম্মেলন এবং সম্মেলনকে সামনে রেখে বিভিন্ন শাখা কমিটি পুনর্গঠন ও প্রকাশিতব্য ম্যাগাজিনের জন্য লেখা জমাদানসহ সদস্যদের নবায়ন/রেজিস্ট্রেশন দ্রুত সম্পন্ন করার উপর গুরুত্বারোপ করা হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − 6 =