শেরপুর প্রতিদিন ডট কম

Home আন্তর্জাতিক জামালপুরে ১৪৫ বস্তা ভারতীয় জিরাসহ চোরাচালান চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
জামালপুরে ১৪৫ বস্তা ভারতীয় জিরাসহ চোরাচালান চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

জামালপুরে ১৪৫ বস্তা ভারতীয় জিরাসহ চোরাচালান চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

জামালপুরে ১৪৫ বস্তা ভারতীয় ‘জিরা’ সহ চোরাচালান চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
জামালপুর ওসি (ডিবি) মো. নাজমুস সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ ডিসেম্বর শনিবার ভোরে শহরের ডাকপাড়া এলাকায় পি.এন.জে ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে অবৈধভাবে চোরাই পথে বাংলাদেশ সরকারের শুল্ক ও কর ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ১৪৫ বস্তা ভারতীয় ‘জিরা’ ও একটি মিনি ট্রাক গাড়ি সহ তিন চোরাকারবারীকে আটক করা হয়। আটককৃত জিরার বর্তমান বাজার মূল্য প্রায় ৩০ লাখ ৪৫ হাজার টাকা।


গ্রেপ্তারকৃতরা হলেন শেরপুর জেলার নকলা উপজেলার উরফা শিমুলতলী বার মাইশ্যা বাজার এলাকার মো. আবু তাহেরের ছেলে রাকিব মিয়া (২০), ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের ঝলঝলিয়া (গারোদের গির্জার পাশে) এলাকার মো. হারেজ আলীর ছেলে মোস্তাক আহমেদ (২৪), শেরপুর শহরের দুর্গা নারায়ণপুর এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মো. মাহমুদুল হাসান লিখন (৩৬)। মাহমুদুল হাসান লিখন শেরপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাচালান ব্যবসার কথা স্বীকার করেছে। রিমান্ড আবেদন সহ তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 2 =