কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আগুনে রোহিঙ্গা বসতি ও এনজিও অফিসসহ অন্তত ৬০০ স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতের মধ্যে একজন বয়স্ক এবং একজন শিশু রয়েছেন। তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। এছাড়া অন্তত ৬০০ স্থাপনা পুড়ে গেছে।
এর আগে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে কুতুপালংয়ের লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লক থেকে আগুনের সূত্রপাত হয়। বিকেল তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রোহিঙ্গারা জানান, দুপুরে উখিয়ার লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের একটি বসতঘরে হঠাৎ আগুন লেগে যায়। এরপর ক্যাম্পটির আশপাশের বসতঘরসহ অন্যান্য স্থাপনায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে তিনটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে সেখানে কক্সবাজার ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের আরও দুটি ইউনিট যোগ দেয়।
উখিয়া থানার ওসি মো. আরিফ হোসেন বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট অথবা রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরেছে। এবিষয়ে কারও দায় পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।