শেরপুরের শ্রীবরদীতে বিশ্ব ইজতেমার ময়দানে উগ্র সাদপন্থীদের নৃশংস ও বর্বর হামলার তীব্র নিন্দা ও সাদপন্থী খুনি সন্ত্রাসীদের সকল কার্যক্রম রাষ্ট্রীভাবে নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর সোমবার দুপুরে উলামা মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে ওই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রীবরদী মারকাজ জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি ছফির উদ্দিন, ইসলামী আন্দোলনের শ্রীবরদী শাখার সভাপতি মাওলানা মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মো. রইস উদ্দিন, লুৎফা আজিজ ক্বওমী মাদরাসার মোহতামিম, মাওলানা মুফতি মাহবুবুর রহমান, মাওলানা আবু কালাম, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা এনামুল হাকীম, মাওলানা মুফতি বারাকাতুল্লাহ, মাওলানা আল আমিন, মো: দেলুয়ার হোসেন প্রমুখ।
মানববন্ধন শেষে ৫ দফা দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।