শেরপুর প্রতিদিন ডট কম

Home 1Win Brasil গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় এম এম নিটওয়্যার লিমিটেড নামের বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। এতে যানজটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে এসব কর্মসূচি শুরু করেন শ্রমিকেরা।
বাংলাদেশ শ্রম আইন ২০০৬–এর ১৩ (১) ধারা মোতাবেক ১৮ ডিসেম্বর এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড কারখানা দু’টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে , গতকাল রোববার সকালে কারখানা খুলে দেওয়ার দাবিতে মূল ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেছিলেন শ্রমিকেরা। পরে বিকেলে তারা ফিরে যান। সোমবার সকালে আবার তারা ফের কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা।
এ প্রসঙ্গে এম এম নিটওয়্যার লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, গত ৩ নভেম্বর শিল্প পুলিশের এক সদস্যকে আঘাত করেন শ্রমিকেরা। পরে শিল্প পুলিশ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৫০-৬০ জন শ্রমিককে আসামি করে মামলা করেন। ওই মামলা প্রত্যাহারের দাবিতে ১৭ ডিসেম্বর শ্রমিকেরা কাজ বন্ধ করে দেন। পরে কর্তৃপক্ষ কারখানার নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এখন আবার কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকেরা কারখানার সামনে এসে বিক্ষোভ করছেন।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। শ্রমিকদের বুঝিয়ে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 1 =