শেরপুর প্রতিদিন ডট কম

Home 1Win Brasil ‘১৫ বছরে এমন কোনো অন্যায় নাই যা পুলিশকে দিয়ে করানো হয়নি’
‘১৫ বছরে এমন কোনো অন্যায় নাই যা পুলিশকে দিয়ে করানো হয়নি’

‘১৫ বছরে এমন কোনো অন্যায় নাই যা পুলিশকে দিয়ে করানো হয়নি’

‘আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশের ওপর রাজনীতিবিদদের কুপ্রভাব ছিল’ বলে মন্তব্য করে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, বিগত ১৫ বছরে এমন কোনো অন্যায় কাজ নাই যা পুলিশকে দিয়ে করানো হয়নি। সেজন্য পুলিশ প্রশাসন দুঃখিত ও লজ্জিত।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
পুলিশকে রিফর্ম করতে কাজ করছে সংস্কার কমিশন বলে জানিয়ে আইজিপি বলেন, কমিশনে শিক্ষক, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা ও সংশ্লিষ্ট অনেকেই আছেন। তারা সরকারকে সংস্কারের বিষয়ে সুপারিশ করবে।
তিনি বলেন, ৫ আগস্টে সারা দেশের বিভিন্ন থানা, ফাঁড়ি থেকে প্রায় ৬ হাজার অস্ত্র লুট হয়েছে। এখন পর্যন্ত দেড় হাজার অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। এসব অস্ত্র উদ্ধারে চেষ্টা চলছে। মাটি খুঁড়ে অস্ত্র বের করা কঠিন। তাই খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার করতে সমাজের সকল নাগরিকের আন্তরিক সহযোগিতা কামনা করেন আইজিপি।
পুলিশপ্রধান আরও বলেন, গণঅভ্যুত্থানে নিহতের ঘটনায় দেশজুড়ে ভুয়া মামলা হচ্ছে। এতে নিরীহ মানুষদের আসামি করে চাঁদাবাজি করা হচ্ছে। তবে তদন্তকারী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া আছে যেন নিরপরাধ মানুষদের গ্রেফতার না করা হয়। নিরীহ মানুষেরা যাতে হয়রানির শিকার না হয় সেজন্য সঠিকভাবে তদন্ত করবে পুলিশ বলেও জানান তিনি।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সিলেট বিভাগের পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার রেজাউল করিম।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × five =