রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় সংঘবদ্ধ ডাকাত দলের হামলা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে এই ডাকাত দল ব্যাংকের ভেতরে প্রবেশ করে। ঘটনাটি জানার পরপরই পুলিশ, সেনাবাহিনী, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে ফেলে অভিযান শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ব্যাংকের ভেতরে ডাকাতদের ঢুকে যাওয়ার খবর পেয়ে অনেক লোকজন সেখানে জড়ো হতে শুরু করেন। ব্যাংকের গেটের ভেতর থেকে দরজা বন্ধ করে রাখা হয়েছে এবং ব্যাংকটির ভেতরে গ্রাহকও থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। একপর্যায়ে ভেতর থেকে একটি গুলির আওয়াজও শোনা যায়।
এখন পর্যন্ত ব্যাংকটির চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাইকিং করে ভেতর থেকে বেরিয়ে আসার জন্য অনুরোধ করছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) পীযূষ জানিয়েছেন, বিকেল ৩টা ৪০ মিনিট পর্যন্ত ডাকাতরা ব্যাংকের ভেতরে অবস্থান করছিল। আইনশৃঙ্খলা বাহিনী তাদের অবস্থান সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছে, তবে এখনও ভেতরে কতজন ডাকাত রয়েছে এবং তাদের উদ্দেশ্য কী, তা পরিষ্কার নয়।
![রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতের হানা, অভিযান রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতের হানা, অভিযান](https://sherpurpratidin.com/wp-content/uploads/2024/12/ss-rupali-bank-jinjira-19122024-01-768x432.jpg)