শেরপুর প্রতিদিন ডট কম

Home আন্তর্জাতিক ঝিনাইগাতীতে স্মার্ট কার্ড পাচ্ছেন ১ লাখ ১৪ হাজার নাগরিক
ঝিনাইগাতীতে স্মার্ট কার্ড পাচ্ছেন ১ লাখ ১৪ হাজার নাগরিক

ঝিনাইগাতীতে স্মার্ট কার্ড পাচ্ছেন ১ লাখ ১৪ হাজার নাগরিক

শেরপুরের ঝিনাইগাতীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র কার্ড পাচ্ছেন ১ লাখ ১৪ হাজার ১৮৩ নাগরিক। ১৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল। উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রাণী ভৌমিক।
ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ মো. আল আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফায়েজুর রাজ্জাক আকন্দ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জহিরুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নান, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. নুরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবুল হাশেম, ইউপি চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম পলাশ, সাংবাদিক গোলাম রাব্বানী টিটু প্রমুখ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জহিরুল হক জানান, আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে নির্ধারিত স্থানে ও ওয়ার্ডের নাগরিকদের স্মাট কার্ড বিতরণ করবে উপজেলা নির্বাচন অফিস। যাদের জাতীয় পরিচয়পত্র আছে, তারাই পর্যায়ক্রমে এই ‘স্মার্ট’ পরিচয়পত্র পাবেন। স্মার্ট কার্ড বিতরণের তারিখ ও স্থান নির্ধারিত সময়ে মাইকিং, ব্যানার, ফেস্টুনসহ বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে। ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত নিবন্ধিত ১ লাখ ১৪ হাজার ১৮৩ নাগরিক এবার স্মার্ট জাতীয় পরিচয়পত্র কার্ড পাচ্ছেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × three =