শেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে আনন্দ শুভযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বেলা বারোটায় শহরের রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে এই আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির আহবায়ক মো. হযরত আলী।
শোভাযাত্রাটি নানা ফেস্টুন ও ব্যানার নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদর্শন শেষে জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ করা হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক মো. হযরত আলী। এছাড়া জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আউয়াল চৌধুরী ও যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন।
প্রধান অতিথি মো. হযরত আলী এ সময়ে বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিগত ১৬ বছর বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। আর সেখান থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানা কুচক্র করে যাচ্ছেন। তাই আগামী দিনে আওয়ামী লীগকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ করতে হবে।
সেই সাথে তিনি আগামী দিনে বিএনপি নেতাদের ঐক্যবদ্ধভাবে দেশ তথা শেরপুরকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার জন্য আহ্বান জানান।