শেরপুর প্রতিদিন ডট কম

Home আন্তর্জাতিক মহান বিজয় দিবস উপলক্ষে কৃষি প্রশিক্ষণ ইনিস্টিউটে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ
মহান বিজয় দিবস উপলক্ষে কৃষি প্রশিক্ষণ ইনিস্টিউটে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ

মহান বিজয় দিবস উপলক্ষে কৃষি প্রশিক্ষণ ইনিস্টিউটে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ

মেহেদী হাসান শামীম : শেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর সকালে শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনিস্টিউটের আয়োজনে প্রথম প্রহরে স্মৃতি স্তম্ভে পুষ্পক অর্পণ করা হয়। পরে কৃষি প্রশিক্ষণ ইনিস্টিউটে কুইজ চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে দুপুর সাড়ে ১২ টায় এটিআই হল রুমে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনিস্টিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুব-উর রহমান।
কৃষি প্রশিক্ষণ ইনিস্টিউটের প্রশিক্ষক রাজীব সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি প্রশিক্ষণ ইন্সটিউটের মুখ্য প্রশিক্ষক শাখাওয়াত ইকরাম, উপ-সহকারী প্রশিক্ষক মোহাম্মদ হালিমুর রশীদ, অতিরিক্ত উপ পরিচালক বনানী দেবনাথ,
উপ-সহকারী প্রশিক্ষক মো. আনছার আলী, উপ-সহকারী প্রশিক্ষক আর কে এম হেলাল আহাম্মেদ, ঊর্ধ্বতন প্রশিক্ষক রোকসানা নাসরিন, প্রশিক্ষক ফারজানা রহমান, প্রশিক্ষক, রাকিব রানা আকন্দ, প্রশিক্ষক ফাতেমাতুজজোহরা, প্রশিক্ষক নুর-এ নাজনীন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আইরীন পারভীন, উপসহকারী অতিরিক্ত কৃষি অফিসার নুসরাত জাহান, অতিরিক্ত কৃষি অফিসার সৈয়দা জিনাত, মিনুয়ারা আক্তার সহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বিজয় দিবসের ইতিহাস তুলে ধরে বলেন, বিজয় দিবস বাঙালি জাতির গৌরবের অংশ। বাংলাদেশের অভ্যদয়ের সাথে বিজয় দিবস ওতোপ্রোতোভাবে জড়িত। বিজয়ের মধ্যেদিয়ে স্বাধীন বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে নিজের ভিতর দেশপ্রেম জাগিয়ে তুলতে হবে। জুলাই ২৪ বিপ্লবের স্বপ্ন বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দেশের উন্নয়নে একযোগে কাজ করতে হবে।
আলোচনা সভায় ইনিস্টিউটের শিক্ষার্থীদের পরিচালনায় নির্মিত একটি নাটিকা প্রদর্শনী তুলে ধরা হয়। পরে কুইজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
এসময় কৃষি প্রশিক্ষণ ইনিস্টিউটের শিক্ষক কর্মকর্তা, শিক্ষার্থী ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 1 =