শেরপুর প্রতিদিন ডট কম

Home আন্তর্জাতিক শেরপুরে সেনা সদস্য হত্যা, প্রধান আসামিসহ গ্রেপ্তার ২
শেরপুরে সেনা সদস্য হত্যা, প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

শেরপুরে সেনা সদস্য হত্যা, প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

শেরপুরে সেনা সদস্য ওয়াসিম আকরাম হত্যা মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—সদর উপজেলার চরশেরপুর নিজ পাড়ার বাসিন্দা রঞ্জু মিয়া (৩৩) এবং মৃত ইব্রাহিম মণ্ডলের ছেলে হামিদ মিয়া (৫০)।
র‍্যাব সূত্রে জানা যায়, সেনা সদস্য ওয়াসিম আকরাম (২৬) শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া এলাকার হাছেন আলীর ছেলে। তিনি ছয় বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ছুটিতে বাড়ি এসে গত ২ ডিসেম্বর সকালে বাবার সঙ্গে ধান কাটতে যান। ধান নিয়ে ফেরার পথে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচারা মিলে তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের ছোট ভাই জসিম উদ্দিন ২১ জনের নাম উল্লেখসহ ৩৩ জনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার পর র‍্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালায়। শুক্রবার ভোরে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার আমডাঙ্গা এলাকা থেকে প্রধান আসামি রঞ্জু মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া গতকাল বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের বন্দর থানার পল্লীবিদ্যুৎ মোড় থেকে হামিদ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
শেরপুরে দায়ের কোপে সেনাসদস্য নিহত, অভিযোগ চাচাতো ভাইয়ের বিরুদ্ধেশেরপুরে দায়ের কোপে সেনাসদস্য নিহত, অভিযোগ চাচাতো ভাইয়ের বিরুদ্ধে
র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তারকৃতদের শেরপুর সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + nineteen =