শেরপুরের ঝিনাইগাতীতে জেলা তথ্য অফিসের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)এর আওতায় তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার নিমিত্ত জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের সরকারি আদর্শ কলেজের হলরুমে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা মুহাম্মদ আবুল খায়ের। সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক এ.কে.এম শফিকুল ইসলাম। সভায় ধারণাপত্র পাঠ করেন কলেজের প্রভাষক সুশান্ত চন্দ্র রায়।
মতবিনিময় সভায় জেলা তথ্য অফিসের অন্যান্য কর্মকর্তাগণসহ সরকারি আদর্শ কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।