শেরপুর প্রতিদিন ডট কম

Home আন্তর্জাতিক নকলায় বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা
নকলায় বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা

নকলায় বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা

‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’-এই প্রতিপাদ্যে শেরপুরের নকলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যেগে উপজেলা পরিষদের অঙ্গন সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ৪ জন জয়িতাদের সংবর্ধনা, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিদ্দিকুর রহমান, সহকারি প্রোগ্রামার সাইমুন শাহনাজ, যায়যায়দিনের সাংবাদিক শফিউল আলম লাভলুসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − 11 =