শেরপুর প্রতিদিন ডট কম

Home আন্তর্জাতিক নকলায় বিনামূল্যে ব্রিধানের বীজ বিতরণ
নকলায় বিনামূল্যে ব্রিধানের বীজ বিতরণ

নকলায় বিনামূল্যে ব্রিধানের বীজ বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রদর্শনী কৃষকের মাঝে উচ্চ ফলনশীল ব্রিধান জাতের খভপনা বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নকলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে রোববার (৮ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের সামনে এসব বীজ বিতরণ করা হয়।
বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাগর চন্দ্র দে ও কৃষিবিদ ফারিহা ইসমিনসহ উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, বিভিন্ন বøকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগন ও উপজেলা বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক কৃষানিরা উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতি ইউনিয়ন ও পৌরসভা থেকে ২০ জন করে মোট ২০০ জন কৃষকের মাঝে ব্রিধান-৭৪, ব্রিধান-৮৮, ব্রিধান-৮৯, ব্রিধান-৯২ ও ব্রিধান-১০০ জাতের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + seventeen =