‘দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিযে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
৯ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি বিরোধী কমিটি এসবের আয়োজন করে। উপজেলা পরিষদের অঙ্গন সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র। আরও বক্তব্য দেন সহাকারি কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, কলেজ শিক্ষার্থী ইরানা বেগম প্রমুখ।
সভায় প্রশাসনের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।