শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আল মামুন (৫৪) আর নেই। তিনি ৭ ডিসেম্বর শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……….. রাজিউন)। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ২ পুত্র, ৩ ভাইসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। এদিকে তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে জেলা শহর ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
রবিবার সকাল ১০টায় তার নিজ কর্মস্থল এটিআই মাঠে প্রথম নামাজে জানাজা ও বেলা আড়াইটায় গ্রামের বাড়ি শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা এলাকায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানা যায়, আল মামুন শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমী থেকে ১৯৮৭ সালে এস.এস.সি পরীক্ষায় ১ম বিভাগে বিজ্ঞানে উত্তীর্ণ হন। পরবর্তীতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে কৃষিতে উচ্চতর ডিগ্রী অর্জন করে ২০ তম বিসিএস ক্যাডারে হিসেবে ওই প্রতিষ্ঠানে প্রভাষক পদে যোগদান করে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে রাঙ্গামাটি জেলার লংগদু ও বাঘাইছড়ি উপজেলায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং ডিটিও পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তিনি সর্বশেষ শেরপুর এটিআই এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী শাহানা আক্তার সাথী শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক এবং প্রাণী বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। তার ছোটভাই মোহাম্মদ আল মাহমুদ সিলেট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।
এদিকে আল মামুনের মৃত্যুতে এটিআই এর সাবেক অধ্যক্ষ মো. সাইফুল আজমসহ শেরপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।