শেরপুর প্রতিদিন ডট কম

Home আন্তর্জাতিক নকলায় দোকান থেকে সরকারি প্রণোদনার ৭১০ কেজি বোরো ধানবীজ জব্দ, অর্থদণ্ড
নকলায় দোকান থেকে সরকারি প্রণোদনার ৭১০ কেজি বোরো ধানবীজ জব্দ, অর্থদণ্ড

নকলায় দোকান থেকে সরকারি প্রণোদনার ৭১০ কেজি বোরো ধানবীজ জব্দ, অর্থদণ্ড

শেরপুরের নকলায় দু’টি বীজ, কীটনাশক ও রাসায়নিক সার বিক্রেতার দোকান থেকে সরকারি কৃষি প্রণোদনার ৭১০ কেজি বোরো ধানবীজ জব্দ ও দোকান মালিককে নগদ ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। ৮ ডিসেম্বর রবিবার দুপুরে নকলা পৌর শহরের মেসার্স মেহেদী এন্টারপ্রাইজ ও মেসার্স শাহীন বীজ ভান্ডারে ওই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া।
অভিযানকালে মেসার্স মেহেদী এন্টারপ্রাইজ থেকে সরকারি কৃষি প্রণোদনার ৫৭ কেজি ও মেসার্স শাহীন বীজ ভান্ডার থেকে ৬৫৩ কেজি হাইব্রীড জাতের বোরো ধানবীজ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেসার্স মেহেদী এন্টারপ্রাইজের মালিক মুনজুরুল হককে নগদ ১০ হাজার টাকা ও মেসার্স শাহীন বীজ ভান্ডারের মালিক নাছির উদ্দিনকে নগদ ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
ওইসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাগর চদ্র দেসহ সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া জানান, সরকারি কৃষি প্রণোদনার বীজ ও সার নিয়ে কালোবাজারি করার কোন সুযোগ নেই। যারা এসব অপকর্ম করবে তাদের প্রত্যেককে শাস্তি পেতে হবে। জব্দকৃত সরকারি কৃষি প্রণোদনার বোরো ধানবীজ উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে তালিকা করে প্রকৃত কৃষকদের মাঝে বিতরণ করা হবে বলেও জানান তিনি।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 8 =