শেরপুর প্রতিদিন ডট কম

Home আন্তর্জাতিক শেরপুরে সেনা সদস্য হত্যার ঘটনায় ৩৩ জনকে আসামি করে মামলা, গ্রেফতার ৭
শেরপুরে সেনা সদস্য হত্যার ঘটনায় ৩৩ জনকে আসামি করে মামলা, গ্রেফতার ৭

শেরপুরে সেনা সদস্য হত্যার ঘটনায় ৩৩ জনকে আসামি করে মামলা, গ্রেফতার ৭

শেরপুরে সেনা সদস্য ওয়াসিম আকরামকে (২৬) কুপিয়ে হত্যার ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ২ ডিসেম্বর সোমবার রাতে নিহতের ভাই নিহতের ভাই মো. জসিম মিয়া বাদী হয়ে ওই মামলা দায়ের করেন। মামলায় ওয়াসিম আকরামের জেঠাতো ভাই রঞ্জুকে প্রধান করে ২১ জনকে স্বনামে ও অজ্ঞাতনামা আরও ১০/১২ জনসহ মোট ৩৩ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম খান।
গ্রেফতারকৃত আসামিরা হচ্ছেন সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে মো. ময়না মিয়া (৩৫), একই গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. বাসেদ মিয়া (২২), মৃত কালু খাঁনের ছেলে মো. আলম খাঁন (৫৫), জয়নাল আবেদীনের স্ত্রী মোছা. কমলা আক্তার (৩৫), পার্শ্ববর্তী চরশেরপুর পূর্বপাড়া গ্রামের মো. আনছার আলীর স্ত্রী মোছা. হালিমা খাতুন (৫৫), একই গ্রামের মৃত আনছার আলীর ছেলে মো. আজিম আলী (৩৬) ও নয়াপাড়া গ্রামের মো. সাহেব আলীর ছেলে মো. শামীম আহম্মেদ (২৮)।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই মো. তারেক হাসান জানান, সেনাসদস্য ওয়াসিম আকরাম হত্যার ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের মধ্যে মো. ময়না মিয়া ও মো. বাসেদ মিয়াকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালতের বিচারক ইকবাল মাহমুদ আগামী ৯ ডিসেম্বর রিমান্ড শুনানীর দিন ধার্য করে সকল আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, সোমবার সকালে সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামের কৃষক আবুল হাসানের ছেলে সেনাসদস্য ওয়াসিম আকরাম ছুটিতে এসে ধান কেটে বাড়ি নিয়ে আসার সময় জমিসংক্রান্ত বিরোধের জেরে তারই জেঠাতো ভাই রঞ্জুর দায়ের কোপে নিহত হন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × four =